Sunday, December 13, 2015

Avro UniBijoy Problems and solusions


অভরো ইউনি বিজয় সমস্যা ও এর সমাধান
অভরো ইউনি বিজয় দিয়ে লিখতে কি আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন? যেমন চন্দ্রবিন্দু (ঁ), বিস্বর্গ (ঃ), খন্ড-ত (), ও (ও) এবং অনুস্বর (ং) ইত্যাদি।
সমাধান জেনে নিনঃ
চন্দ্রবিন্দু (ঁ) লিখতে কীবোর্ড থেকে শিফ্‌ট কী চেপে ধরে কীবোর্ডের উপরের নাম্বার লাইন থেকে ২ চাপুন। তাহলেই চন্দ্রবিন্দু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো শিফ্‌ট ও ২ কীদ্বয় কখন প্রেস করবেন বা চাপবেন?
যেমন "চাঁদ" লিখবেন-তাহলে আগে চ-এ আকার "চা" কম্পোজ করতে হবে তার পর চন্দ্রবিন্দু কম্পোজ করতে হবে।কিন্তু আমরা যে সুতুনী এমজে দিয়ে (বিজয় কীবোর্ডের মাধ্যমে) বাংলা লেখি তখন চ-এ আকার "চা" লেখার পর চন্দ্রবিন্দু দেই, আসলে এটাই ঠিক (কেননা আমরা বানান করার সময় বলি চ-এ চন্দ্রবিন্দু আকার অর্থাত্‌ চন্দ্রবিন্দু কথাটা আকারের পরে উচ্চারিত হচ্ছে) আর অভরো ইউনি বিজয়ে একটু ব্যতিক্রম।
    (ক) চন্দ্রবিন্দু লিখতেঃ শিফট্‌ কী + ২ = ঁ
    (খ) বিস্বর্গ লিখতেঃ শিফ্‌ট কী + ৬ = ঃ (তবে এক্ষেত্রে কোন স্পেস দেয়া যাবে না)
    (গ) খন্ডত লিখতেঃ শিফট্‌ কী + ৭ = [এখানে একটি বিষয় লক্ষনীয়ঃ আমরা অভরো ইউনি বিজয় দিয়ে যখন কম্পোজ করি তখন তা  vrinda ফন্টে কম্পোজ হয়; কিন্তু যখন খন্ডত কম্পোজ করবেন তখন আপনার অভরোর ফন্ট পরিবর্তন হয়ে ArhialkhanOmj হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কম্পোজটুকু অল সিলেক্ট করে অথবা খন্ড-ত থেকে যতটুকু কম্পোজ করেছেন সেটুকু সিলেক্ট করে উপরের টুলবারের ফন্ট বক্স থেকে vrinda ফন্ট সিলেক্ট করে নিবেন]
    (ঘ) অনুস্বর লিখতেঃ শুধুমাত্র কিউ (Q) = ং
    (ঙ) ও লিখতেঃ লিংক + এক্স (g + x) = ও

1 comment: